বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

হাইমচরে বয়স্ক ও বিধবা ভাতা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাইমচরে বয়স্ক ও বিধবা ভাতা থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা ব্যাংক এশিয়া আলগী বাজার শাখার বিধবা ও বয়স্ক ভাতার থেকে বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। কর্তৃপক্ষ বলছে তাদের চাঁদপুর থেকে অফিসার আসে ওই অফিসারদের জন্য খাওয়া ও যাতায়াত বাবদ কিছু রাখছেন।

হাইমচর উপজেলা সদর আলগী বাজারের বালুর মাঠ মধ্যগলীতে অবস্থিত এশিয়া ব্যাংকের শাখায় বাংলাদেশ সরকারের দেওয়া বয়স্ক ও বিধবা ভাতাভোগী মানুষ টাকা উত্তোলনে এলে বৃদ্ধ ও বিধবা নারী-পুরুষের কাছ থেকে ব্যাংক কর্তৃপক্ষ একশ' থেকে দুইশ' টাকা করে হাতিয়ে নিচ্ছে। অনুসন্ধানী টিমের কাছে ভাতা ভোগী নুরুল ইসলাম গাজী, আনোয়ারা বেগম, সামছুন্নাহার, রেজিয়া বেগমসহ ১০ থেকে ১৫ জন বলেন, 'আমরা টাকা তুলতে আলগী বাজার এশিয়া ব্যাংকে গেলে তারা আমাদের প্রাপ্ত ১৭৯০ টাকার মধ্যে ১৬শ' থেকে ১৬৯০ টাকা করে দেয়। বর্তমান সরকার আমাদের অতীতে ৫শ' টাকা করে দিত। এ বছর আরও একশ' টাকা বৃদ্ধি করে ৬শ' টাকা করে দিচ্ছে। সেখানে এশিয়া ব্যাংকে টাকা তুলতে গেলে তারা আমাদের কাছ থেকে একশ' টাকা করে কেটে নেয়।'

অশোক মহাজন ও গীতা রানী মহাজন বলেন, 'এশিয়া ব্যাংক কর্মকর্তাদের টাকা কাটার বিষয়ে জিজ্ঞেস করলে তারা বলে এই টাকা খরচের জন্য রাখা হয়েছে। কিসের খরচ জানতে চাইলে তারা আমাদের ধমক দিয়ে বলে ব্যাংকের খরচ কে দেবে। আমরা তাদের সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি না। আমরা বৃদ্ধ ও অশিক্ষিত মানুষ আমরা কিছু জানতে চাইলে তারা ধমক দেয় এবং চুপচাপ থাকতে বলে।'

এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জাকির পাটোয়ারী টাকা রাখার কথা শিকার করে বলেন, 'আমাদের চাঁদপুর ব্র্যাঞ্চের স্যার আসেন, তার আসা-যাওয়া এবং খাওয়ার খরচ ও ব্যাংক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমরা এই খরচ নিয়ে থাকি।'

জাকির পাটোয়ারী আরও বলেন, 'হাইমচরের প্রতিটি শাখায় বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের কাছ থেকে টাকা নিচ্ছে, আমরা নিলে দোষের কি।'

এ বিষয়ে চাঁদপুর শাখা থেকে আগত এশিয়া ব্যাংক কর্মকর্তা অমিত কুমার বলেন, 'আমার আসা-যাওয়া এবং খাওয়া-দাওয়ার খরচ চাঁদপুর শাখা থেকে বেয়ার করা হয়। তারা যেই অতিরিক্ত টাকা গ্রাহকের কাছ থেকে নিচ্ছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। তারা যেই টাকাটা নিচ্ছে সেটা অবশ্যই অবৈধ এবং অন্যায়। এটা ব্যাংক কর্তৃপক্ষের অতিরিক্ত ব্যক্তিগত লালসা বটে।'

এ বিষয়ে হাইমচর উপজেলা সমাজসেবা অফিসার ফেরদৌসী আক্তার বলেন, 'এশিয়া ব্যাংক আমাদের কোনো প্রতিষ্ঠান না। এ বিষয়ে আমি অবগত আছি, ওই বিষয়ে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা হউক।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে