বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাসেল হত্যাকান্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাব্বি বহিষ্কার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাসেল হত্যাকান্ডে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাব্বি বহিষ্কার

ঢাকার কেরানীগঞ্জে মোহাম্মদ রাসেল (৩২) হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা জেলা দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বির বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, গত বুধবার রাসেলকে অমানবিক ও পৈশাচিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

এ বিষয় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, 'এ ঘটনা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বিকে দল থেকে বহিষ্কার করেছি। এমন ঘটনার দায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নিবে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে