বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর সড়কের সংস্কার শুরু

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর সড়কের সংস্কার শুরু

দৈনিক যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর-মধ্য বোয়ালখালী দুই কিলোমিটার গ্রামীণ সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

এর আগে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরে ছিল সড়কটি। সড়কে ছোট-বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হতো যানবাহন, ঘটত নানা দুর্ঘটনা।

এ নিয়ে যায়যায়দিন পত্রিকায় 'দীঘিনালায় সংস্কারের অভাবে বেহাল সড়ক' শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে রশিক নগর মধ্য বোয়ালখালী সড়কের দুই কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করে উপজেলা প্রকৌশলী বিভাগ (এলজিইডি)।

উপজেলা প্রকৌশলী অরুণ কুমার দাস বলেন, 'সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। পরবর্তীতে আমরা সরেজমিনে গিয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠালে রশিক নগর-মধ্য বোয়ালখালী দুই কিলোমিটার সড়ক সংস্কারের অনুমোদন আসলে আমরা কাজ শুরু করি। অচিরেই সড়ক সংস্কারের কাজ শেষ হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে