মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

২১ দিন পর বাড়ি ফিরলেন কুষ্টিয়ার নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

কুষ্টিয়া সদর প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
২১ দিন পর বাড়ি ফিরলেন কুষ্টিয়ার নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

কুষ্টিয়ার কুমারখালীতে ২১ দিন ধরে নিখোঁজ থাকা ব্যাংক কর্মকর্তা বাড়ি ফিরেছেন। পুলিশ বলেছে, দাম্পত্য কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। শুক্রবার রাতে তার বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও পুলিশ।

ওই ব্যাংক কর্মকর্তার নাম রাজিব আহমেদে-(৪০)। তিনি পূবালী ব্যাংকের কুমারখালী শাখায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। রাজিব ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।

গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে দাবি ছিল পরিবারের। ওইদিন রাতেই কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা পারভীন। এ ছাড়াও তার উদ্ধারের দাবিতে মানববন্ধন করেন পরিবারের লোকজন।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে রাজিব আহমেদ স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তিনি মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে