মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

দোয়ারাবাজারে নির্বাচনী সহিংসতায় উদ্ধার হয়নি অস্ত্র, জনমনে আতঙ্ক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
দোয়ারাবাজারে নির্বাচনী সহিংসতায় উদ্ধার হয়নি অস্ত্র, জনমনে আতঙ্ক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নির্বাচন পরবর্তী নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঘটনায় জনমনে এখনো আতঙ্ক কাটেনি। সংঘর্ষের দিন ঘটনাস্থল থেকে পিস্তলের পরিত্যক্ত গুলি উদ্ধার হলেও এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যদিকে সংঘর্ষের ঘটনায় আধিপত্য দেখাতে গিয়ে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এদিকে সংঘর্ষের একদিন পর বুধবার রাতে উপজেলা আ'লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেকের ছেলে এবং উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের বাবুল মিয়া বাদী হয়ে ৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন, যার নম্বর ০৪,১১/০১/২০২৪)।

উপজেলা সদরের স্থানীয় বাসিন্দারা বলেছেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের দিন পিস্তলের পরিত্যক্ত একটি গুলি পুলিশ উদ্ধার করলেও এখন পর্যন্ত পিস্তল উদ্ধার হয়নি। এ নিয়ে জনসাধারণ আতঙ্কের মধ্যে রয়েছে। অস্ত্র উদ্ধার না হলে পরবর্তী সময়ে আরও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হতে পারে।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে জানতে চাইলে এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) রণজয় চন্দ্র মলিস্নক বলেছেন, সংঘর্ষের দিন দেশীয় অস্ত্রশস্ত্রসহ পিস্তলের একটি পরিত্যক্ত গুলিও উদ্ধার করা হয়েছিল। পিস্তল উদ্ধারে পুলিশ তৎপর আছে।

উলেস্নখ্য, গত বুধবার সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী (ঈগল) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় যুবলীগ নেতা আবুল মিয়ার ওপর অতর্কিত হামলা করে বেধড়ক মারপিট করে প্রতিপক্ষ। এ ঘটনায় ওইদিন ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ১০৪ রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করতে হয়। সংঘর্ষের ঘটনায় সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া রাবার বুলেটে অন্তত ৪৬ জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেছেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং অভিযোগ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে