সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইগাতীর পর্যটন কেন্দ্র উন্নয়নের আশ্বাস সংসদ সদস্যের

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঝিনাইগাতীর পর্যটন কেন্দ্র উন্নয়নের আশ্বাস সংসদ সদস্যের

শেরপুর জেলার ঝিনাইগাতীতে কনকনে শীতকে উপেক্ষা করে ঐতিহ্যবাহী গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে পর্যটকদের আগমন বাড়ছে। গজনী অবকাশে নানা রকমের সৌন্দর্যমন্ডিত দৃশ্য ও মনোরম পরিবেশ দেখতে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে পর্যটকরা ছুটে আসেন।

গজনীতে এখন নতুনত্ব জিপ লাইনিং, ঝুলন্ত সেতু, স্পিড বোটসহ নানা রকমের ভাস্কর্য।

ভ্রমণপিপাসুরা জানান, 'গজনীর নাম শুনে তা দেখতে এসেছি, আমাদের খুব ভালো লেগেছে। যায়গাগুলো অনেক সুন্দর। ভ্রমণপিপাসুদের এখানে আসার আহ্বান রইলো।'

এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য এ ডি এম শহিদুল ইসলাম বলেন, 'এই অবকাশ পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আরও বৃদ্ধিসহ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহমুদ ভূঁইয়া জানান, 'গজনীতে পর্যটকদের সুবিধার্থে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শীতের মৌসুমে পর্যটকদের আগমন আরও বাড়বে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে