বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

রাজারহাটে মহাদেব পূজা অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজারহাটে মহাদেব পূজা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে পৌষ সংক্রান্তিতে লাঠিয়ালের পাঠে মহাদেব পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মহাদেব পূজার প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি বাবু রাম জীবন কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি পরেশ রায় ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ পাটোয়ারী এবং অধির চন্দ্র রায়।

রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকায় লাঠিয়ালের পাঠ নামক স্থানে মহাদেবের পাঠে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে মহাদেব দেব পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়। কথিতে আছে, বহু বছর আগে এই লাঠিয়ারের পাঠে মহাদেব পূজা অনুষ্ঠিত হতো।

কালক্রমে তা বিলীন হয়ে যায়। সেখানে ঢিল খাওয়া ঠাকুর (দেবতা) অবস্থান করতেন। মানুষ এ পাঠের পাশ দিয়ে হেঁটে কিংবা যানবাহনে গেলেও সেখানে ঢিল দিয়ে যেত। সেখানে ভয়ংকর জীবজন্তুসহ বিভিন্ন ধরনের অলৌকিক কিছু দেখতে যেত।

সে কারণে ওই সড়ক দিয়ে মানুষের যাতায়াত ছিল খুবই কম। পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক হয়। সেখানে প্রায়ই যানবাহনের দুর্ঘটনা ঘটত। দুর্ঘটনায় কবলিত বাস-ট্রাকের ড্রাইভাররা বলেন, লাঠিয়ালের পাঠে গাড়ি নিয়ে আসলে সেখানে সাত রাস্তার সৃষ্টি হয়। বাধ্য হয়ে মাঝ রাস্তা দিয়ে গাড়ি চালালে দুর্ঘটনা ও প্রাণহানি ঘটে। আবার অনেকে বলতেন, এখানে গাড়ি নিয়ে আসলে গাড়ি শূন্যে চলে যায়। এ রকম অনেক অলৌকিক ঘটনা জানার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা লাঠিয়ালের পাঠে মহাদেব পূজার আয়োজন করে।

ধীরে ধীরে সেখানে দুর্ঘটনা কমতে থাকে। সে কারণে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ পূজা ও পৌষ মেলা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে