শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কনকনে ঠান্ডা উপেক্ষা করে জেলেদের মৎস্য শিকার

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কনকনে ঠান্ডা উপেক্ষা করে জেলেদের মৎস্য শিকার

গত কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার সূর্যের দেখা পায়নি হাওড় অধু্যষিত উপজেলা কিশোরগঞ্জে নিকলী। এর মধ্যেও এ উপজেলার মানুষের কৃষিকাজ ও মাছ শিকার থামেনি।

এদিকে সরকারি হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, শীতজনিত বিভিন্ন বয়সের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানায়, অতিরিক্ত ঠান্ডা থেকে

কোল্ড ইনজুরিতে আক্রান্ত বেশি হয় শিশু ও বৃদ্ধরা। অন্যদিকে এই উপজেলা ছাড়াও বাজিতপুর, কুলিয়ারচর উপজেলায় এই শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে