সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
পোস্ট অফিসের টাকা আত্মসাৎ

রংপুরে ৬ জনের ৯ বছর সশ্রম কারাদন্ড

রংপুর প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
রংপুরে ৬ জনের ৯ বছর সশ্রম কারাদন্ড

পোস্ট অফিসের টাকা আত্মসাতের দায়ে কুড়িগ্রাম পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টারসহ ৬ কর্মকর্তা-কর্মচারীকে একই মামলার দুটি ধারায় ৯ বছরের সশ্রম কারাদন্ড, ১২ লাখ ২৫ হাজার ৪৯২ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গত সোমবার রংপুরের স্পেশাল জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৬ আসামির মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক ২ আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম হারুনর রশীদ জানান, ২০০২ সাল থেকে ৯ সাল পর্যন্ত চাকরিরত অবস্থায় কুড়িগ্রাম পোস্ট অফিসের জালিয়াতির মাধ্যমে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ৬ লাখ ১৫ হাজার ৫৭৬ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় কুড়িগ্রাম পোস্ট অফিসের পরিদর্শক এসএম শাহাদাত সুলতান বাদি হয়ে ২০০৫ সালের ৯ মে পোস্ট অফিসের ৬ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন- সহকারী পোস্ট মাস্টার আবুল কালাম আজাদ, লেজার অপারেটর হাবিবুর রহমান, একই পদের আব্দুল মালেক ও অশোক কুমার নাথ, কাউন্টার অপারেটর মতিউল ইসলাম, একই পদের মওদুদ হাসান। মামলাটি আমলে নেয় রংপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত কর্মকর্তা নিযুক্ত হন দুদক সহকারী পরিচালক মো. জাকারিয়া।

1

তদন্তে টাকা আত্মসাতের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক সহকারী পরিচালক মো. জাকারিয়া ৬ জনের নামে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ আদালতে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

রায়ের সময় আসামি মো. মওদুদ হাসান ও অশোক কুমার নাথ অনুপস্থিত ছিলেন। এজন্য আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে