শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ভৈরব নদে ৭০০ টন কয়লা বোঝাই জাহাজ ডুবি

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ভৈরব নদে ৭০০ টন কয়লা বোঝাই জাহাজ ডুবি

যশোরের অভয়নগরে ভৈরব নদে কয়লাভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে নদের ভাটপাড়া খেয়াঘাটে এমভি পূর্বাঞ্চল-৭ নামের জাহাজটির তলা ফেটে পানি প্রবেশ করে। জাহাজে ৭০০ মেট্রিক টন কয়লা ছিল। যার আনুমানিক দাম প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকা।

এমভি পূর্বাচল নামে ক্ষতিগ্রস্ত জাহাজটির মাস্টার মো. এনায়েত বলেন, '৬ জানুয়ারি মোংলা থেকে ৭০০ টন কয়লা নিয়ে লাইটার জাহাজটি নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। পরদিন সন্ধ্যায় জাহাজটি নওয়াপাড়া বন্দরে পৌঁছালেও সিরিয়াল পায়নি। ফলে সেটি সরিয়ে ভাটপাড়া খেয়াঘাটের অদূরে নোঙর করে রাখা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে জাহাজটি ডুবতে থাকে। বিষয়টি টের পেয়ে আমরা কয়লা খালাসের চেষ্টা চালিয়েছি।

মাস্টার মো. এনায়েত আরও বলেন, 'সম্ভবত জাহাজটির তলা ফুটা হয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে।'

নওয়াপাড়া নৌবন্দরের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, লাইটার জাহাজটিতে জে এইচ এম গ্রম্নপের আমদানিকৃত কয়লা ছিল। ঘাটে সিরিয়াল না পাওয়ায় সেটি নদের ভেতর নোঙর করে রাখা হয়েছিল। দুপুরের দিকে সেটি ডুবতে শুরু করার খবর পাই। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে