শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ধুনটে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ধুনটে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার

বগুড়ার ধুনটে কালোবাজারে পাচারকালে সরকারি ৪০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের যমুনা নদীর তীর থেকে চালের বস্তা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকাযোগে পালিয়ে যায়।

জানা গেছে, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। বস্তায় লেখা রয়েছে ' শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ'। খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তায় অনন্যা এন্টারপ্রাইজ, কে এম জুট ফাইবার লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা রয়েছে। এসব চাল সরকারি খাদ্যবান্ধব কর্মসূচিসহ ভিজিডি ও ভিজিএফ'র সুবিধাভোগীর মাঝে বিতরণের কথা ছিল।

ধুনট থানার এসআই আব্দুল মতিন জানান, 'সরকারি চালগুলো নদী পথে ধুনটের ভান্ডারবাড়ি যমুনা নদীর পাড়ে নিয়ে আসা হয়। এতে স্থানীয়দের সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে সেখানে পৌঁছানোর আগেই নৌকাযোগে তারা পালিয়ে যায়। চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে