নড়াইলের লোহাগড়া উপজেলায় অজ্ঞাত এক যুবকের (২৬) মরদেহ উদ্ধারের প্রায় ৩ ঘন্টা পর লোহাগড়া থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) যশোর যৌথভাবে
তথ্য-প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে , নিহত যুবক গত রোববার (১৮ মে) বিকালে ঢাকার বাসাবাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এরপর আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এসময় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, যশোর এর ইনস্পেক্টর মো. মাহাবুব আলমের নেতৃত্বে একদল পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ওই অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় সনাক্ত করতে সক্ষম হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত যুবকের পরিচয় মিললেও মৃত্যুর রহস্য এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।