সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে জ্বালানি তেলের গাড়িতে কাঠ পাচার

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
খাগড়াছড়িতে জ্বালানি তেলের গাড়িতে কাঠ পাচার

খাগড়াছড়ির গুইমারায় মেঘনা গ্রম্নপের জ্বালানি তেলের গাড়িতে পাচারকালে আট লাখ টাকার চোরাই কাঠ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গুইমারা থানাধীন বাইল্যাছড়ি এলাকার ডাবল ব্রিজ নামক এলাকা থেকে এ চোরাই কাঠ জব্দ করা হয়।

পুলিশ জানায়, পানছড়ি থেকে জ্বালানি তেলের গাড়িতে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে- এমন সংবাদে অভিযান চালায় পুলিশ। এ সময় চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে ওই তেলের গাড়ি তলস্নাশি করে প্রায় আট লাখ টাকার সেগুন ও গোদা গাছের রদ্দা জব্দ করা হয়।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, 'কাঠ পাচারের সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে