শুক্রবার, ১০ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

যশোরে আটটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, যশোর
  ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
যশোরে আটটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

যশোরে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের নবকিশলয় স্কুলে আইডিয়া স্পোকেন-দ্য গেইম মেথড'র আয়োজনে এই আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে শহরের স্বনামধন্য আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো যশোর সরকারি বালিকা বিদ্যালয়, যশোর জিলা স্কুল, সখিনা গার্লস হাইস্কুল যশোর, যশোর নবকিশলয় স্কুল, কালেক্টরেট স্কুল যশোর, এমএসটিপি সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট ঈদগাহ যশোর ও যশোর আমিনিয়া মাদ্রাসা।

বিতর্কের মডারেটর ছিলেন আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। অনুষ্ঠানে ছিলেন সখিনা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রওশন আরা ছবি, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন, নবকিশলয় স্কুলের অধ্যক্ষ ফ্যান্সি জামান প্রমুখ। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছে নবকিশলয় স্কুল থেকে তাসফিয়া হক ঐশ্বর্য ও নেহা; কালেক্টরেট স্কুল থেকে সিনথিয়া জামান, সখিনা স্কুল যশোরের ছোঁয়া এবং আমিনিয়া মাদ্রাসা থেকে আনাস বিন ফারুক। জয়লাভ করে সখিনা গার্লস হাইস্কুল, নবকিশলয় স্কুল যশোর, যশোর কালেক্টরেট স্কুল এবং যশোর আমিনিয়া মাদ্রাসা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে