সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় মুহুরি নিহত

ঝিনাইদহে আলমসাধু উল্টে চালকের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

মাদারীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় জজ কোর্টের মুহুরি নিহত হয়েছে। এদিকে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে বাদশা চালকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরে বালু বোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় জজ কোর্টের মুহুরি নিহত হয়েছে। রোববার সকাল ১০টায় কালকিনি-ভুরঘাটা সড়কের দক্ষিণ রাজদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকে আগুন দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী। এতে পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ৭ জন।

নিহত নেছারউদ্দিন হাওলাদার ৮ বছর ধরে মাদারীপুর জজকোর্টে মুহুরির দায়িত্ব পালন করে আসছে। তিনি কালকিনির পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি গ্রামের কাদের হাওলাদারের ছেলে।

জানা গেছে, কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদি থেকে মোটর সাইকেলযোগে জজকোর্টে যাচ্ছিল নেছারউদ্দিন হাওলাদার। দক্ষিণ রাজদি এলাকায় এলে পেছন থেকে আসা একটি বালু বোঝাই ড্রাম ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় জজ কোর্টের মুহুরি নেছারউদ্দিন। পরে উদ্ধার করে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, 'ড্রাম ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে প্রথমে স্থানীয়রা আমাদের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। পরে পুলিশ এলে তাদেরও ইট মারে। আগুন নেভানোর আগেই ট্রাকটির অনেকাংশ পুড়ে যায়।'

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান জানান, 'উত্তেজিত জনতাকে থামাতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়।'

হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আলমসাধু উল্টে বাদশা মিয়া (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার হরিণাকুন্ডু পৌরসভার ৭নং ওয়ার্ডের হলবাজার-ফলসি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামের পিন্টু হোসেনের ছেলে।

জানা যায়, গভীররাতে নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফলতলা যাচ্ছিল। পথে হরিণাকুন্ডু পৌরসভাধীন হলবাজার-ফলসী সড়কের কাচারিপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃতু্য মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে