সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কৃষি কর্মকর্তা পরিচয়ে কৃষকের টাকা হাতিয়ে নিল প্রতারক

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

সেচ পাম্প দেয়ার কথা বলে কৃষি অফিসের কর্মকর্তা পরিচয়ে কৃষকের কাছ থেকে নগদ এগারো হাজার টাকা নিয়েছে এক প্রতারক। রোববার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের কৃষক সুলতান হাওলাদারের সঙ্গে এই অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকালে তার নিজ জমিতে কৃষিকাজ করার সময় এক লোক তার কাছে এসে কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি নলছিটি কৃষি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, 'আপনি একটি সেচ পাম্প পাবেন যা সরকারিভাবে আপনাকে দেওয়া হবে। এর জন্য আপনাকে সামান্য কিছু টাকা দিতে হবে। দেরি করলে অন্য কেউ নিয়ে নেবে।' কৃষক সুলতান হাওলাদার সরল মনে তাকে বিশ্বাস করে এগারো হাজার টাকা বাড়ি থেকে এনে দেন।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, 'এটা খুবই দুঃখজনক একজন কৃষক এভাবে প্রতারিত হয়েছেন। সে আমাদের অফিসে এসে অনেক কান্নাকাটি করেছেন। না জেনে কারও সঙ্গেই আর্থিক লেনদেন করা উচিত না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে