সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা

বরিশাল অফিস
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাস,র্ যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধ কর্মকান্ডের প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সভায় মুখ্য আলোচকের বক্তব্য দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির (বিপিএম- সেবা, পিপিএম)। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ডক্টর আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ডক্টর হেনা রানী বিশ্বাস।

সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ মাহফুজ আলমের সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে