বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

প্রশিক্ষণ সম্পন্ন

বরিশাল অফিস

বরিশালে পুলিশের মামলা তদন্ত ও সাক্ষ্য সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার ও খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারেস, সহকারী পুলিশ কমিশনার ত. ম রোকনুজ্জামানসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীগণ।

শীতবস্ত্র বিতরণ

\হস্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন 'আমরা সাহায্য করতে চাই' এর উদ্যোগে গরিব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পশ্চিম আকুর টাকুর কাগমারা ঈদগাহ মাঠে সংগঠনের সভাপতি মো. আবু তালেব আকন্দ শীতলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। উদ্বোধন করেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ সময় ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ অন্যানরা।

কম্বল প্রদান

\হমান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রয়াত সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের ১ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক মো. সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে প্রায় শতাধিক গরিব, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকালে উপজেলার সদলপুর (গোয়ালপাড়া) মোড়ে ৩নং পরাণপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও কুসুম্বা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি থাকেন মান্দা উপজেলা কৃষকদলের সদস্য সচিব এজানুর রহমান। বিশেষ অতিথি থাকেন মান্দা উপজেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক সোহরাব হোসেন, সাইদুর রহমান প্রমুখ।

নির্বাচন অনুষ্ঠিত

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর চৌকি আদালতে গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪ এর নির্বাচত অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে সভাপতি অ্যাডভোকেট আ. ই. মু ইসমাইল শাকের, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ তৌহিদ ফাত্তাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর ছাত্তার খোকন, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন মুহাম্মদ আজিজ খাঁন সাব্বির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন ও কার্যকরী সদস্য অ্যাডভোকেট আতিক হাসান, অ্যাডভোকেট রিয়াজ হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, অ্যাডভোকেট মোস্তুফা রাকিব হাসান খাঁন ভুলন ও ইমাম উদ্দিন।

পরিচয়পত্র বিতরণ

ম কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।  বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল  আলম,  উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান। এ সময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা, উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, থানার ওসি মোহাম্মদ দাউদ।

ফুলেল শুভেচ্ছা

ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন যশোরস্থ মণিরামপুর কল্যাণ সমিতির নেতারা। শুক্রবার রাতে সাংসদের যশোরস্থ বাসভবনে ফুলেল শুভেচ্ছা শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছার সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ডা. এ এইচ এম আব্দুর রউফ, সহ-সভাপতি জয়নাল আবেদীন, এস এম শামসুর রহমান, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান লাভলু, সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর গুপ্তসহ অন্যান্য নেতা।

ট্রান্সফরমার বিতরণ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় সেচ গ্রাহকের মাঝে বিনামূল্যে ট্রান্সফরমার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ধুনট পলস্নী বিদু্যৎ সাব-স্টেশনে প্রধান অতিথি হিসেবে সেচ গ্রাহকের মাঝে বিনামূল্য ট্রান্সফরমার, বৈদু্যতিক তার ও হার্ডওয়্যার মালামাল বিতরণের উদ্বোধন করেন ধুনট জোনাল অফিসের ডিজিএম উৎপল মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার খাজা নাজিম উদ্দীন, বগুড়া পলস্নী বিদু্যৎ সমিতির সাবেক সভাপতি সাইদুল ইসলাম মিঠু, সেচ গ্রাহক একরামুল হক, ছানোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে