শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় পোস্ট অফিসের কর্মচারীর ৯ বছরের সশ্রম কারাদন্ড

রংপুর প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাইবান্ধায় পোস্ট অফিসের কর্মচারীর ৯ বছরের সশ্রম কারাদন্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সোমবার সকালে গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমানকে দু'টি ধারায় ৯ বছর সশ্রম কারাদন্ড ও ২৮ লাখ ৯১ হাজার ৩৯৩ টাকা জরিমানা করেছেন রংপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী। জরিমানার টাকা দুই মাসের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিশেষ জজ আদালতের দুদকের দায়ের করা সরকারি কৌশলী একেএম হারুনর রশীদ জানান, গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমান চাকরির সময় জ্ঞাত আয় বহির্ভূত ৪৫ বিঘা জমি ও ৪০ লাখ টাকা উপার্জন করেন।

এই অভিযোগে রংপুর জেলা সমম্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক বীর কান্ত রায় বাদী হয়ে গাইবান্ধা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর হাবিবুর রহমানের বিরুদ্ধে ২০১৫ সালের ৩০ মে থানায় একটি মামলা করেন। সাক্ষ্য গ্রহণ শেষে হাবিবুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দন্ড দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে