দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃতু্যর অভিযোগে উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মশিউর রহমানের অপসারণের দাবিতে রোগীর স্বজনসহ এলাকাবাসী স্বাস্থ্য কমপেস্নক্স ঘেরাও করে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পযন্ত উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স ঘেরাও করে এলাকাবাসী। দুপুর ১২টায় পৌর মেয়র মাহমুদ আলম লিটন দোষীেদর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।
\হরোগীর স্বজন ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার সকাল ৬টায় বুকের ব্যথা নিয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসার জন্য ভর্তি হয় উপজেলার রাজারামপুর আদর্শ কলেজপাড়া গ্রামের মোস্তাফিজের ছেলে দুলাল হোসেন (৪২)। পরে দুই ঘণ্টা অতিবাহিত হলেও, কোনো চিকিৎসক তার সঙ্গে দেখা করেনি। এরমধ্যে বুকের ব্যথা কাতর হয়ে সকাল সাড়ে ৮টায় তার মৃতু্য হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান মোবাইল ফোনে বলেন, তিনি অফিসিয়ালি মিটিং করতে বাহিরে আছেন, ঘটনার তদন্ত করা হবে।