শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
সংরক্ষিত নারী আসন

প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম মহানগর মহিলা আ'লীগের সভাপতি ও সম্পাদক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম মহানগর মহিলা আ'লীগের সভাপতি ও সম্পাদক
প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম মহানগর মহিলা আ'লীগের সভাপতি ও সম্পাদক

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নীলু নাগ।

হাসিনা মহিউদ্দিন তিনবারের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর মা। এদিকে চসিক কাউন্সিলর নিলু নাগ সাবেক ছাত্রলীগ নেত্রী। তিনি কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক মহিলা সম্পাদিকা, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রী মিলনায়তন সম্পাদিকা, চট্টগ্রাম মহানগর মহিলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ইসলামিয়া কলেজ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

1

দীর্ঘ বছর ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে জনকল্যাণকর কাজসহ করোনা মহামারীতে নিজের জীবন তুচ্ছ করে রোগীদের নিজের ভাড়া করা পরিবহনে বিভিন্ন হাসপাতালে প্রেরণ, করোনাকালে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী, বিভিন্ন সময়ে বস্ত্র, শীতবস্ত্র বিতরণসহ নানা কারণে আলোচিত তিনি।

সংরক্ষিত আসনের মনোনয়নের ব্যাপারে হাসিনা মহিউদ্দিন বলেন, 'দীর্ঘদিন থেকে দলের জন্য কাজ করছি। ইচ্ছে আছে এবার সংরক্ষিত আসনে নির্বাচনের ব্যাপারে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। তফসিল ঘোষণা করা হলে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাইবো। প্রধানমন্ত্রী যদি মনোনয়ন দেন, তাহলে দলের জন্য আরো বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো।'

'নীলু নাগ বলেন, ১৯৯৫ সালে ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে আসার পর দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে মাঠের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। দলের প্রতি ভালোবাসা, জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতি আস্থা থেকে রাজনীতি করছি। তফসিল ঘোষণা করা হলে সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নেবো।'

তিনি আরও বলেন, 'জনগণের জন্য কাজ করা রাজনীতিবিদদের বড় পস্নাটফর্ম হচ্ছে জাতীয় সংসদ। মহিলা সংসদ সদস্য হিসেবে সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে