বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়া থেকে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রীকে নাটোর শহর থেকে উদ্ধার করেছের্ যাব। এ সময় অপহরণকারী অন্তর আহম্মেদ ও তার বাবা আতাহার আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার শহরের বড়হরিশপুরের অপহরণকারীর এক আত্মীয়ের বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়র্ যাব।

কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার জানান, গত ৮ ফেব্রম্নয়ারি সকালে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। পথে রহিমানপুর বাজারে পৌঁছালে অভিযুক্ত অন্তর ও তার তিন থেকে চারজন সহযোগী ওই ছাত্রীকে একটি সিএনজি গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়।

দীর্ঘ সময় ওই ছাত্রী বাড়িতে ফিরে না আসলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে অন্তর আহমেদ ও তার বাবা আতাহার আলীর নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

এরই পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের ও অপহৃত ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে