মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০২৪

১০ উপজেলায় প্রথম দিন অনুপস্থিত ৩৪২

স্বদেশ ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
১০ উপজেলায় প্রথম দিন অনুপস্থিত ৩৪২

সুষ্ঠু সুন্দর পরিবেশে দিনাজপুর শিক্ষা বোর্ডসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় এবার ১০ উপজেলায় ৩৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, আড়াইহাজারে এবারে মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৩ হাজার ২৪০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ৪টি কেন্দ্রে বিভিন্ন মাধ্যমিক স্কুল, কারিগরি স্কুল ও মাদ্রাসা থেকে মোট ১ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবার উপজেলায় ১,৯৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪টি কেন্দ্র ও ৩টি ভ্যানুতে ১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শান্তিপূর্ণভাবেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ফটিকছড়ির ১১টি পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ৬৩ জন পরীক্ষার্থী। এছাড়া কোনো অসদুপায় অবলম্বন বা কোনো ধরনের বেআইনি ঘটনা ঘটেনি। ৬ হাজার ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে এদিন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬ হাজার ২৫৪ জন। যেখানে ৬৩ জন অনুপস্থিত।

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, গফরগাঁও উপজেলায় নকলমুক্ত পরিবেশে দাখিল ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কেন্দ্রগুলোকে ঘিরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার ৯টি কেন্দ্রে মোট ৬ হাজার ১৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার শুরুর প্রথম দিনেই ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে অনুপস্থিতের সংখ্যা ৩৩ জন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার জানান, ৫টি কেন্দ্রে প্রথম দিনে ৩৩ জন পরীক্ষার্র্থী অনুপস্থিত ছিল। বাংলা প্রথম পত্র বিষয়ে এসএসসি কেন্দ্র ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৩৫১ জন। এ কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩ জন, ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৭৪ জন, অনুপস্থিত ছিল ৬ জন, রানীগঞ্জ সরকারি দ্বিতীয়-দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৭৫৭ জন, অনুপস্থিত ছিল ৮ জন।

কোরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৩১২ জন, অনুপস্থিত ছিল ১৩ জন এবং বাংলা-২ বিষয়ে এসএসসি ভোকেশনাল কেন্দ্র নুরজাহানপুর অব. সামরিক কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র মোট পরীক্ষার্থী ছিল ২৬৭ জন, অনুপস্থিত ছিল ৩ জন।

এদিকে উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার ও ঘোড়াঘাট থানা ওসি আসাদুজ্জামান আসাদ।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীতে প্রথমদিনে ৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এসএসসির ৯টি, ভোকেশনাল দুই ও দাখিল পরীক্ষার তেরটি কেন্দ্রে এবারের পরীক্ষার্থী সর্বমোট ৬ হাজার ৯৩৯ জন। তবে এসএসসি ও দাখিলে ২৪ ও ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও অনুপস্থিতি নেই ভোকেশনালে।

এদিকে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এক পরীক্ষার্থী যথাসময়ে উপস্থিত না হয়ে পরীক্ষা শুরুর প্রায় ৫০ মিনিট পর কেন্দ্রে আসায় পরীক্ষা দিতে পারেনি বলে জানা গেছে। অভিযোগ উঠেছে সকাল সাড়ে ১১টা পর্যন্ত কেন্দ্রে অপেক্ষা করেও সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।

জানতে চাইলে হাটহাজারী সরকারি পার্বতী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, ওই পরীক্ষার্থী প্রায় ৫০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হয়। ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, এটা কেন্দ্র কর্তৃপক্ষের উপর নির্ভর করে।

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার জীবননগরে ৭টি কেন্দ্র ও ২টি ভেনু কেন্দ্রে প্রথমদিনের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৫০ জন এবং অনুপস্থিত ছিল ৬০ জন। এ ছাড়াও হাসাদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র ২৮৮ ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভেনু কেন্দ্রে ৪৪৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে প্রথমদিনে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ১০ জন, দাখিল ২ এবং কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় ২ জন। বৃহস্পতিবার উপজেলার মোট ৩টি মুল কেন্দ্র ও ২টি ভ্যেনু কেন্দ্রে পরীক্ষা হয়।

সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজার জান্নাতুন নাহার জানান, ইউএনও নাহিদা সুলতানা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ৫টি কেন্দ্রে পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এ বছর উপজেলায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৭১৬ জন। এর মধ্যে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৪৯৩ জনের মধ্যে ৩ হাজার ৪৬৪ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ২৯ জন পরীক্ষার্থী।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রামে এবার সর্বোমোট ১ হাজার ৫২৪ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থী ৩০ জন। নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড কুরশিয়া আক্তার, নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন ও বিভিন্ন কেন্দ্রের সচিবসহ সংশ্লিষ্টরা।

পোরশা (নওগাঁ) প্রতি?নি?ধি জানান, চলতি এসএস?সি ও সমমা?নের প্রথম দিনের প?রীক্ষায় অনুপস্থিত রয়েছে ২৬জন। প্রথম দিনের বাংলা প্রথমপত্র ও দাখি?লের কোরআন মা?জিদ প?রীক্ষায় মোট ১ হাজার ২০৭ জ?নের ম?ধ্যে ২৬ জন পরীক্ষার্থী অনুপ?স্থিত ছিল। পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ হিসেবে বাল্য বিয়ের কথা বলছে সংশ্লিষ্টরা।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে প্রথম দিনে ৪টি কেন্দ্রে ২০জন অনুপস্থিত ছিল। এদের মধ্যে এসএসসিতে ৯জন এবং দাখিলে ১১জন রয়েছে। গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪৯৮ জনের মধ্যে একজন, মাছিমপুর রামগতি রামনিধি ইনস্টিটিউশন কেন্দ্রে ৫৩৮ জনের মধ্যে ৫ জন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮৮ জনের মধ্যে ৩জন এবং দাখিলে গাজীপুর আজিজিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৯৯ জনের মধ্যে ১১জন অনুপস্থিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে