শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

'সুসমাজ গঠনে বয়স্ক অভিভাবকদের প্রয়োজন'

বাগেরহাট প্রতিনিধি
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
'সুসমাজ গঠনে বয়স্ক অভিভাবকদের প্রয়োজন'

বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেছেন, 'পরিবারের ভারসাম্যতা বজায় রাখতে এবং সুসমাজ গঠনে বয়স্ক অভিভাবকদের প্রয়োজনীয়তা অতি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে প্রতিটা পরিবারে অভিভাবক হিসেবে বয়স্কদের ধারাবাহিকতা রয়েছে। সুস্থ ও স্বাবলম্বী পরিবার গড়তে বয়স্কদের সুস্থ রাখতে হবে এবং সুস্থ থাকতে হবে।'

শনিবার বাগেরহাটে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবী কল্যাণ সমিতি জেলা শাখার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'এ সমিতির সদস্যসহ সব অবসরপ্রাপ্ত চাকুরীজীবীর জন্য জেলা প্রশাসনের দ্বার খোলা। কোনো সমস্যা বা সেবামূলক কাজের জন্য জেলা প্রশাসন সব সময় আপনাদের অগ্রাধিকার দিবে।'

সমিতির বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডক্টর শেখ আবু রেজা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্‌ফর হোসেন, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকণ্ঠ মন্ডল, মেডিকেল অফিসার ডা. রিয়াজ আহম্মেদ প্রমুখ। সভায় বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুলস্নাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে