শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সৈকত পরিদর্শন

ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকত ও নির্মিত পর্যটন কর্পোরেশনের অবকাঠামো পরিদর্শন করলেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসাইন প্রামাণিক। শুক্রবার পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

জেলার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস'র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যাপিঠের প্রধান শিক্ষক মাসুম বিলস্নাহর সঞ্চালনায়, এসএমসির সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল। বিশেষ অতিথি ছিলেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক কালীদাস সাহা, শিক্ষক সাইফুল ইসলাম, মো. আল আমিন প্রমুখ।

পূজা পরিদর্শন

ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগই পারে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করতে। আওয়ামী লীগের ভিত্তি শক্তি হচ্ছে অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ। শুক্রবার কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে চেঁচুরগাঁও গীতা আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজা পদির্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ।

মিলাদ মাহফিল

ম হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ চবি দক্ষিণ ক্যাম্পাস এলাকায় ইক্বরা তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রাসার পরিচালক মুহাম্মদ জিলস্নুর রহমান আলকাদেরীর সভাপতিত্বে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান ওয়ায়েজ ছিলেন, আলস্নামা কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী। আলোচকরা ছিলেন, অধ্যক্ষ ড. মোহাম্মদ ইসমাইল নোমানী, ড. মো. সাইফুল ইসলাম আজহারী, এডভোকেট মো. শামীম, মোহাম্মদ হাসান প্রমুখ।

ধর্মীয় স্থাপনা পরিদর্শন

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও আরব আমিরাত (দুবাই) থেকে আগত শেখ সাঈদ সোলাইমান আমির আল আলাইনি ও শেখ আলী সাঈদ হোমাদ সাঈদ আল আমিরির আগমন করেছেন। শুক্রবার কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ-জাহান চৌধুরী আমন্ত্রণে উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা আসেন তারা। এ সময় তারা মসজিদ-মাদ্রাসাসহ কাথরিয়ার বিভিন্ন ধর্মীয় স্থাপনা পরিদর্শন করে ধর্মীয় স্থাপনাগুলোতে অনুদানের আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান, সাংবাদিক রিয়াদুল ইসলাম রিয়াদ, ছাবের আহমদ, ওমান প্রবাসী শরীফ, শাহজাহান মাতব্বর প্রমুখ।

বার্ষিক উরশ

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মীর আহমদ মুনিরী (রহ.)'র ৪৬তম বার্ষিক উরশ শরিফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ ও ১৬ ফেব্রম্নয়ারি আঞ্জুমানে গাউছিয়া বারীয়া মীর মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় নানা কর্মসূচির মধ্যে অনুষ্ঠিত হয়েছে। হযরতুলহাজ্ব আলস্নামা শাহসুফী সৈয়দ মুহাম্মদ আবু জাফর মুনিরীর সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু ছাদেক মুনিরীর পরিচালনায় প্রথম দিনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মুহাম্মদ নুরুন নবী রওশন। প্রধান অতিথি ছিলেন, সাজেদা আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ ইলিয়াস। আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ, মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু শোয়াইব মুনিরী।

মহোৎসব পালন

ম দাকোপ (খুলনা) প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে দুই দিনব্যাপী খুলনার দাকোপে চালনা সৎসঙ্গ বিহারের উদ্যোগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্ম মহোৎসব পালন করা হয়েছে। শুক্রবার সৎসঙ্গ প্রাঙ্গণে উৎসব উদযাপন কমিটির সভাপতি ঊমাশংকর রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ঋত্বিক সুব্রত রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী আওয়ামী লীগ নেতা অসিত বরন সাহা, অ্যাড. জি.এম কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন প্রমুখ।

অলিম্পিয়াড অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী

'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ' এই সেস্নাগানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এই অলিম্পিয়াড আয়োজন করে। অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতার পরীক্ষা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনূর জাহান নীলা। সুশাসনের জন্যে নাগরিক-সুজনের জেলা সভাপতি অ্যাডভোকেট মোলস্না হাবিবুর রাছুল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়ক হাফিজুর রহমান, হাঙ্গার প্রজেক্টের কুমিলস্না অঞ্চলের আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ নাছির উদ্দিন।

বার্ষিক সম্মেলন

ম দাকোপ (খুলনা) প্রতিনিধি

সামাজিক নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনার দাকোপে নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন (ভার্চুয়ালি) বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। নব জাগ্রত যুব সংঘের সভাপতি শিক্ষক প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া।

শ্রমিকদের সমাবেশ

ম মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের দালান নির্মাণ ও কাঠশিল্প শ্রমিকদের এক সমাবেশ অসুষ্ঠিত হয়েছে। শুক্রবার চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগ অফিস চত্বরে শ্রমিক সংগঠনের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউপির চেয়ারম্যান বদরুল আলম সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল সোহাগ, মিস্টার মীর, চরাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামসহ দালান নির্মাণ শ্রমিককের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন। ওই সভা সঞ্চালনা করেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম।

কমিটি গঠন

ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) শ্রীবরদী শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার শেরপুর জেলা বাজুসের সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক সজল কর্মকার উজ্জ্বল চন্দ্র মহন্তকে সভাপতি, মো. সাহেব আলীকে সাধারণ সম্পাদক, মো. শাহিন আলম সহ-সভাপতি, অক্ষয় মালাকার সহ-সাধারণ সম্পাদক, মো. মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক, মো. সোহাগ সরকার সহ-সাংগঠনিক সম্পাদক, স্বপন কুমার বিশ্বাস কোষাধ্যক্ষ, আবু ছালেহ প্রচার সম্পাদক, দ্বীলিপ কুমার বিশ্বাসকে দপ্তর সম্পাদক করে ২০ সদস্যের কমিটি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসের মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের গত বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ক্যাম্পাসে ফ্রেন্ডস্‌ ডেভেলপমেন্ট সোসাইটি মেধাবৃত্তিতে উত্তীর্ণ তিনটি উপজেলার ৪০ জন শিক্ষার্থীর হাতে সনদপত্রও তুলে দেওয়া হয়। অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী বর্সকর্ত মো. নাজমুল হাসান, এসিল্যান্ড আশিক-উর-রহমান, ফ্রেন্ডস্‌ ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম।

মতবিনিময় সভা

ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জে সুধি সমাজের সঙ্গে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান মতবিনিময় করেছেন। শনিবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সুধি সমাজের বক্তাদের বক্তব্য ও দাবি-দাওয়া নিয়ে বক্তব্য রাখেন সাজ্জাদুল হাসান। এতে শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নের আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট আব্দুল হান্নান রতন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের উপজেলা সভাপতি বিমল চন্দ্র পাল, চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, প্রেস ক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, শিক্ষক মমতাজ্জাহান, চেয়ারম্যান হাবিবুর রহমান, শিক্ষক বিকাশদাস, আসহাব উদ্দিন খোকন প্রমুখ।

পুরস্কার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার

মৌলভীবাজারে জিরেনিয়াম স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত চতুর্থতলার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের শমসেরনগর সড়কের শিমুলিয়া এলাকাস্থ স্কুল মাঠে স্কুলের শিক্ষক আব্দুল আজিজ কিব্রিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জিলস্নুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মসুদ আহমদ প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড কালব'র ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল। সদর উপজেলা কাল্‌ব'র চেয়ারম্যান আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন ও কাল্‌ব লিমিটেড 'ক' অঞ্চলের ডিরেক্টর জিলস্নুর রহমান। বক্তব্য রাখেন কালব লিমিটেড পঞ্চগড় সদর উপজেলা ব্যবস্থাপক ফায়জার রহমানসহ আমন্ত্রিত অতিথিরা। সভার শুরুতে সদর উপজেলা কাল্‌ব'র ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সদর উপজেলা কাল্‌ব'র সেক্রেটারি মফিজল হক। সাধারণ সভায় সদর উপজেলার কাল্‌ব সদস্য বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক কর্মচারীরা ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

২১ ফেব্রম্নয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের আয়োজনে ও ফেবার ক্যাস্টেল কোম্পানির সহযোগিতায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের পরিচালক আসমাউল হুসনার সভাপতিত্বে ও বগুড়া কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক শাহরিয়ার সিফাতের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আব্দুল হান্নান। এ সময় ভোর হলো সাংস্কৃতিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম মজনু, তালোড়া নাগর থিয়েটারের সভাপতি আবু তাহের রানা, সহসভাপতি আদম আকন্দ প্রমুখ ছিলেন।

সংবর্ধনা প্রদান

ম মদন (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি মদন, নেত্রকোনার উদ্যোগে উপজেলার কুটুরিকোনা গ্রাম নিবাসী মো. ইয়াসিন মিয়াকে তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁস, মুরগির বাচ্চা ফুটিয়ে খামারিদের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার দেওয়ান বাজার রোডস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুল আউয়াল ফকিরের

সভাপতিত্বে সংগঠনের সহ-সভাপতি জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আমীন তালুকদার, জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক, সানাউলস্নাহ, মাহাবুব আলম ও সোহেল রানা প্রমুখ।

এমপিকে সংবর্ধনা

ম শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। শনিবার উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে বগুড়া-৫ আসনের এমপি আলহাজ মজিবর রহমান মজনুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজামাল সিরাজী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, অ্যাড ইলিয়াস আলী মিন্টু, আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, শেরপুর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান প্রমুখ।

হাসপাতাল উদ্বোধন

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া ইসলামিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বগুড়া-নওগাঁ সড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে এ হসপিটালের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব। উদ্বোধনী সভা ব্যবসায়ী শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মাদ আবু তাহেরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, জেলা পরিষদের সদস্য শামীমা আক্তার মুক্তা। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, সাবেক ইউপি চেয়ারম্যান এ এইচ এম নুরুল ইসলাম খান হিরু, মজিবর রহমান, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে