শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

স্বদেশ ডেস্ক
  ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
সীমান্তে হত্যার প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির নেতাকর্মীদের লিফলেট বিতরণ -যাযাদি

সীমান্তে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ও সুনামগঞ্জের তাহিরপুরে 'দেশ বাঁচাও-মানুষ বাঁচাও' স্স্নোগান সংবলিত লিফলেট বিতরণ করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, রোববার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সদর হাসপাতাল রোড, স্টেডিয়াম রোড, গোশালা রোড এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'দ্রব্যের সীমাহীন মূল্য বৃদ্ধির কারণে কোটি কোটি মানুষ নিঃস্ব, ক্ষুধার্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েছে। অবৈধ সরকারের অপশাসন, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত এবং দেশ ও দেশের মানুষের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়েছে। তাই এই অবৈধ সরকারের অবসান ঘটিয়ে তাদের দুর্নীতি, অত্যাচার ও লুটপাট থেকে দেশকে মুক্ত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।'

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম-সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, শহর বিএনপির সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের তাহিরপুরে লিফলেট বিতরণ করা হয়। বিএনপি কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হলে তা শুরতেই পুলিশের বাধার মুখে পরে। পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে কিছুটা অগ্রসর হয়ে তাহিরপুর পশ্চিম বাজারে সংক্ষিপ্ত পরিসরে পথসভা করেন নেতাকর্মীরা। সে সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আনিসুল হক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি মানব বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে