শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

ধামরাইয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধামরাইয়ে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প

ঢাকার ধামরাইয়ে বিনামূল্যে প্রায় ৭ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার এসডিআই ফারমার্স ট্রেনিং সেন্টারে এ আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের নির্বাহী পরিচালক ও লায়ন্স ক্লাব অব ঢাকা বুজ নিউ হেরিটেজের সম্পাদক সামছুল হক। সকাল থেকে সন্ধা পর্যন্ত কয়েকজন অভিজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। এসব রোগীদের মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন এটিএম নজরুল ইসলাম, লায়ন শেখ কামলা প্রমুখ।

চক্ষুসেবার আয়োজক লায়ন সামছুল হক জানান, 'গ্রামের অনেক চক্ষু রোগীরা এ সেবা নিয়ে ব্যাপক উপকৃত হয়েছেন। আমরা শুধু সেবা নয় বিনামূল্যে ঔষধ ও ছানি অপারেশন করে থাকি।' আমাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে