শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

দেলদুয়ারে রক্ত দানকারীদের বিশেষ সম্মাননা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দেলদুয়ারে রক্ত দানকারীদের বিশেষ সম্মাননা

টাঙ্গাইলের দেলদুয়ারে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে রক্ত দানকারীদের সম্মাননা দিয়েছে ইমপ্রম্নভ শিক্ষা পরিবার নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকালে উপজেলার পাথরাইলে আই.ই.এফ ফাউন্ডেশন কর্তৃক পরচালিত ইমপ্রম্নভ চাইল্ড কেয়ার স্কুল প্রাঙ্গণে এ সম্মাননা দেওয়া হয়।

জেলার বিভিন্ন এলাকার ২০ জন স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় প্রতিষ্ঠানটি। স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি পেয়ে আবেগে আপস্নুত হয়ে পড়েন রক্তদাতারা। সম্মাননা প্রাপ্ত অধিকাংশ রক্তদাতাই ২০ থেকে ২৮ বার পর্যন্ত স্বেচ্ছায় রক্ত দান করেছেন।

ইমপ্রম্নভ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম জানান, 'দেশে প্রতি বছর ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন। এর মধ্যে বিভিন্নভাবে ৬ লাখ ব্যাগ রক্তের ব্যবস্থা হয়। প্রতিবছর দেশে ৩ লাখ ব্যাগ রক্তের ঘাটতি থাকে। রক্তের বড় জোগান দিয়ে থাকেন স্বেচ্ছায় রক্ত দেওয়া স্বেচ্ছাসেবীরা। রক্ত দেওয়ার পর অনেকেই এসব রক্তদাতার খোঁজ রাখেন না। রক্তদাতাদের সম্মান জানাতে ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানে উৎসাহ বাড়াতে আমরা রক্তদাতাদের সম্মাননার আয়োজন করেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে