বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সোনার বাংলা বিনির্মাণে শিক্ষার্থীদের সোনার মানুষ হতে হবে :ধর্মমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল -যাযাদি

ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, 'আমি ইসলামপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করাসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছি। শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি প্রতিষ্ঠা করেছি এবং একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাস্তবায়নাধীন। তাই সোনার বাংলা বিনির্মাণে শিক্ষক-শিক্ষার্থীদের সোনার মানুষ হতে হবে। মঙ্গলবার জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মছলিম উদ্দীন আকন্দের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ আহসান হাবিব রাজা এবং তাহিরা বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক জিয়াউল হক সরকার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ, উপ-দপ্তর সম্পাদক অংকন কর্মকার, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুলস্নাহ আকাশসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে