শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

ওয়াইকেকের উদ্যোগে সাভার সিআরপিতে হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম সম্পাদন

  ২১ মার্চ ২০২৪, ০০:০০
ওয়াইকেকের উদ্যোগে সাভার সিআরপিতে হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম সম্পাদন
ওয়াইকেকের উদ্যোগে সাভার সিআরপিতে হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম সম্পাদন

সামাজিক দায়বদ্ধতা থেকে ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বুধবার ঢাকার অদূরে সাভারের সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র) 'হাসপাতাল বেড সেটআপ প্রোগ্রাম-২০২৪' সম্পাদন করেছে।

এর মাধ্যমে প্রতিবন্ধী, পক্ষাঘাতগ্রস্ত ইত্যাদি রোগীদের হাসপাতালের সুযোগ-সুবিধার চাহিদা মেটাবে। এই কর্মসূচির আওতায় সিআরপির ১ নম্বর ওয়ার্ডে আটটি ঞযৎবব ঋঁহপঃরড়হং ঊষবপঃৎরপ ইবফং প্রদান করা হয়েছে। এ সময় ওয়াইকেকে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রশাসনিক মহাব্যবস্থাপক, ঐরৎড়ুঁশর ঞধশধংযরহধ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআরপির প্রতিষ্ঠাতা মিস ঠধষবৎরব অ. ঞধুষড়ৎ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে