শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শনির হাওড়ে বোরো ধানে চিটা, চিন্তিত কৃষক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২২ মার্চ ২০২৪, ০০:০০
শনির হাওড়ে বোরো ধানে চিটা, চিন্তিত কৃষক

শনির হাওড়ে শত শত একর জমিতে ধানের ফুল সাদা হয়ে মরে যাচ্ছে। ফসলহানির শঙ্কায় চিন্তিত হয়ে পড়ছেন স্থানীয় কৃষক। জমিতে কীটনাশক প্রয়োগ করেও ঠেকানো যাচ্ছে না তা। উপজেলা কৃষি অফিস বলছে কোল্ড ইনজুরি, তাই ধানের শিস বের হওয়ার সময় সাদা হয়ে চিটা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে শনির হাওড়ে কথা হয় উজান তাহিরপুর গ্রামের কৃষক শাহীন মিয়ার সঙ্গে। তিনি তার জমি দেখাতে দেখাতে জানালেন, এবার ৩ বিঘা জমিতে ব্রি-৭৪ ধান রোপণ করেছেন। এখন পর্যন্ত খরচ করেছেন ৩০ হাজার টাকার মতো। কিন্তু ধানের ফুল সাদা হয়ে মরে যাচ্ছে। এ কারণে জমিতে কোনো ধান পাবেন না সে আশঙ্কাই ব্যক্ত করছেন তিনি।

শুধু কৃষক শাহীন মিয়া নয়, এ অবস্থার কথা জানালেন একই গ্রামের কৃষক আকবর আলী, ঠাকুর হাটি গ্রামের কৃষক আবুল কাশেমসহ অনেকেই। তারা প্রত্যেকেই উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধান রোপণ করেছেন। তাদের জমিও বর্তমানে একই অবস্থা। সবাই উপজেলা কৃষি অফিসের পরামর্শে জমিতে কীটনাশক দিয়েছেন। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। ফলে শনির হাওড় পাড়ে শত শত কৃষক তাদের জমি নিয়ে বেশ চিন্তিত। সেই সঙ্গে ফলনহানির আশঙ্কা প্রকাশ করছেন।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপসহকারী কৃষি কর্মকর্তা (তাহিরপুর ইউনিয়ন দায়িত্বরত) শাহীমা বেগম জানান, কোল্ড ইনজুরির কারণে ধানের ফুল বের হওয়ার সময় সাদা হয়ে যাচ্ছে। যা পরে চিটায় রূপান্তরি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, যেসব ধানের হালি চারা বীজতলাতেই কোল্ড ইনজুরি আক্রান্ত হয়েছিল সে চারায় রোপণকৃত জমিতেই ধানের ফুল বের হওয়ার সময় সাদা হয়ে চিটা হচ্ছে। তবে চিটা হলেও সম্পূর্ণ ধানের শিস চিটা হবে না।

তাহিরপুর উপজেলা কৃষি অফিসার হাসান উদ দৌলা বলেন, অতিরিক্ত ঠান্ডা বা গরমের কারণে এ সমস্যা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে