রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

শাহমখদুম মেডিকেল কলেজের ৪১ শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

রাজশাহী অফিস
  ২৭ মার্চ ২০২৪, ০০:০০

রাজশাহী শাহমখদুম মেডিকেল কলেজের চেয়ারম্যান জিলস্নুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের প্রতারণার ফাঁদে ৪১ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। জিলস্নুর রহমান ও মনিরুজ্জামানের শাস্তি, শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও অন্য কোনো কলেজে মাইগ্রেশনের সুযোগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

শনিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ৪১ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ৮ম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মুন্না লিখিত বক্তব্যে তাদের সঙ্গে প্রতারণার বিবরণ তুলে ধরেন। কলেজের অধিভুক্তি ও অনুমোদন না থাকলেও ২০২১-২২ সেশনের ছাত্রছাত্রী ভর্তি করে জনপ্রতি ১২ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে ছাত্রীদের নিয়ে কুরুচীপূর্ণ মন্তব্য করাসহ যৌন হয়রানিরও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

মেহেদী হাসান মুন্না বলেন, প্রতারণার শিকার শিক্ষার্থীরা ২১টি মামলা দায়ের করলেও অজ্ঞাত কারণে এর কোনো অগ্রগতি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে