শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২৪, ০০:০০
কক্সবাজারে 'বঙ্গবন্ধু কর্ণার' উদ্বোধন করেন সাইমুম সরওয়ার কমল এমপি -যাযাদি

মহান স্বাধীনতা দিবসে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এ কর্নার উদ্বোধন করেন।

এ সময় হুইপ সাইমুম সরওয়ার বলেন, 'বঙ্গবন্ধু একটি চেতনার নাম। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ ছিল স্বাধীনতা সংগ্র্রামের চূড়ান্ত নির্দেশনা। ২৬ মার্চ ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক স্বনির্ভর, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত একটি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।' এ সময় জাতির পিতার জীবনাদর্শে উজ্জ্বীবিত হয়ে সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালনে সবার প্রতি আহ্বান জানান তিনি।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, 'আমার কাছে বঙ্গবন্ধু একটি চেতনার নাম, একটি দেশপ্রেমের নাম, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের নাম।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে