শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাগেরহাটে আগুনবাজি বানাতে গিয়ে বিস্ফোরণ স্কুলছাত্রের আঙ্গুল বিচ্ছিন্ন

বাগেরহাট প্রতিনিধি
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
বাগেরহাটে আগুনবাজি বানাতে গিয়ে বিস্ফোরণ স্কুলছাত্রের আঙ্গুল বিচ্ছিন্ন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দিয়াশলাইয়ের কাটি দিয়ে আগুনবাজি বানাতে গিয়ে রাফি সিকদার-(১৪) নামের একজন স্কুলছাত্রের এক হাতে দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, রোববার দুপুরের দিকে উপজেলার বারইখালী গ্রামের রাসেল শিকদারের ছেলে রাফি শিকদার দিয়াশলাইয়ের বারুদ ও সাইকেলের স্পোক দিয়ে তৈরি করা আতশবাজি ফাটিয়ে আনন্দ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। গুরুতর জখম অবস্থায় রাফিকে প্রথমে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় স্থানান্তর করেন। রাফি স্থানীয় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তনুশ্রী ডাকুয়া বলেন, রাফি শিকদারের বাম হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় রেফার্ড করা হয়েছে। এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, এ ঘটনার খবর কেউ থানায় জানায়নি। তবে, স্থানীয়ভাবে আতশবাজি তৈরি ও এর ব্যাবহার অবৈধ ও বিপজ্জনক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে