আট মাসের মাথায় পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরিয়ে নতুন মুখ আনতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুয়েকদিনের মধ্যে তার উত্তরসূরীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
পররাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বুধবার এ তথ্য জানান উপদেষ্টা।
পররাষ্ট্র সচিব অপসারণের প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নে তিনি বলেন, “অপসারণের কোনো বিষয় নাই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে হয়ত সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি।
“সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী দুয়েকদিনের মধ্যে দায়িত্বটি ছেড়ে দেবেন।”
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারও রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জসীম উদ্দিন ‘ছুটিতে যাচ্ছেন কিংবা চাকরি ছাড়ছেন কি না’, এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি চাকরি ছেড়ে দেবেন কেন? উনিতো চাকরিতে আছেন। উনি যখন চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।”
নতুন কে হবে, এমন প্রশ্নে এক সময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করা তৌহিদ হোসেন বলেন, “দুয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।”
বাইরের চাপে পররাষ্ট্র মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “একটা বিষয় হলো কি, যেকোন সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত, এগুলো থাকেই।
“এটা সরকারে, কখনওই কোনো সিদ্ধান্ত একজনে নিয়ে নেয় না, এই রকম বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়। দেখা যাক।”
এদিকে এক মাস পার হলেও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ সুফিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেননি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিকের দায়িত্বগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তার যোগ দেওয়ার বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে, তখন যোগ দেবেন, অথবা দেবেন না।”
সুফিউর রহমানের যোগ দেওয়ার বিষয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “না, জয়েন করতে সমস্যার প্রশ্ন না। এ ব্যাপারে কিছু চিন্তাভাবনা আরও চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথাসময়ে আপনারা জানতে পারবেন।”