বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পবিপ্রবিতে পরিকল্পনা উপদেষ্টার আকস্মিক সফর

পবিপ্রবি প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ২০:২৮
পবিপ্রবিতে পরিকল্পনা উপদেষ্টার আকস্মিক সফর
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আকস্মিক সফর করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রোববার (১৮ মে) দুপুর ২টা ১৫ মিনিটে পায়রা বন্দর ও কুয়াকাটা এলাকা পরিদর্শন শেষে লেবুখালী হয়ে বরিশালগামী পথে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। সফরটি পূর্বঘোষিত না হলেও তাৎক্ষণিক আমন্ত্রণে তিনি স্বল্প সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তাকে অভ্যর্থনা জানান এবং এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষাগত ও গবেষণামূলক কার্যক্রম তুলে ধরেন। আলোচনায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয়।

1

সফরের অংশ হিসেবে পরিকল্পনা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, গবেষণাগার, গ্রন্থাগার, চলমান অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং নির্মাণাধীন দশতলা ছাত্রীনিবাস ঘুরে দেখেন। এ ছাড়া তিনি ছাত্রাবাস ও ‘লাল কমল’ ও ‘নীল কমল’ নামক লেকের অবস্থা পরিদর্শন করেন। নির্মাণশৈলী, বাস্তবায়নের মান এবং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম পবিপ্রবিতে ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি’ বিভাগ চালুর পরিকল্পনা, উপকূলীয় অঞ্চলের প্রেক্ষাপটে তার প্রয়োজনীয়তা এবং টেকসই উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ লেকগুলোর গাইড ওয়াল নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টিও উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে ইউজিসির মাধ্যমে জরুরি বরাদ্দ পাওয়ার জন্য সহযোগিতা কামনা করা হয়।

সফরকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সরকারের পরিকল্পনা পর্যায়ে সরাসরি মতবিনিময়ের এই সুযোগকে সংশ্লিষ্টরা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বিকেল ৩টা ১৫ মিনিটে অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ পবিপ্রবি ত্যাগ করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে