মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী
যাযাদি ডেস্ক
  ০৮ এপ্রিল ২০২৪, ০০:০০
পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, 'পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। অতীতে সংঘটিত এ জাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যাতে এ রকম কোনো ঘটনা না ঘটে, এর জন্য একটা বিশেষ বার্তা দেওয়া হবে।'

রোববার পরিবেশ ও বনমন্ত্রী মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভিটিকান্দি গ্রামে মো. সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে এসব কথা বলেন।

বনবিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, সাজ্জাদুমানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হলে তিনিও শোক ও দুঃখ প্রকাশ করেছেন।' মন্ত্রী বলেন, 'মো. সাজ্জাদুজ্জামানের অকাল মৃতু্যতে পরিবার যাতে আর্থিক সংকটে না পড়ে, সে জন্য মাস্টার্স পাস তার স্ত্রীর কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রণালয় ও বনবিভাগ সবসময় তার পরিবারের পাশে থাকবে।'

এ সময় মন্ত্রী নিহত বিট অফিসার মো. সাজ্জাদুজ্জামানের বাবার কাছে মন্ত্রণালয় ও বনবিভাগের পক্ষ হতে চেক ও ১৫ লাখ টাকা হস্তান্তর করেন। পরে মন্ত্রী নিহত বিট অফিসারের কবর জিয়ারত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে