সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ঢাকা

যাযাদি ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
বায়ুদূষণে চতুর্থ অবস্থানে ঢাকা

বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ছিল ১৬০। বায়ুর এই মান 'অস্বাস্থ্যকর' ধরা হয়। রোববার ঢাকা অষ্টম অবস্থানে ছিল। স্কোর ছিল ১৪৪।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ভারতের দিলিস্ন। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ছিল ২৭৫। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে থাইল্যান্ডের শহর চিয়াংমাই ও নেপালের কাঠমান্ডু। শহর দুটির স্কোর ছিল যথাক্রমে ১৮৫ ও ১৮১ আইকিউএয়ারের মানদন্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে 'মাঝারি' বা 'গ্রহণযোগ্য' মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে