শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাঙ্গাবালীর চরমোন্তাজে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বৃষ্টির আশায় বিশেষ নামাজ আদায় করেন মুসলস্নীরা -যাযাদি

তিব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলে। এ অবস্থায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে সালাতুল ইস্তিসকার বিশেষ নামাজ আদায় করা হয়েছে। তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টি বর্ষণের জন্য সোমবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন এলাকার মসজিদ-ই-নূর জামে মসজিদ মাঠে এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আলস্নাহর রহমত কামনা করে তাপপ্রবাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।

এর আগে দীর্ঘক্ষণ ধরে মসজিদে দোয়া-দরুদ পাঠ করেন নামাজে অংশ নেওয়া মুসলিস্নরা। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনা করেন ওই মসজিদের পেশ ইমাম মাওলানা কারি মোহাম্মদ আল আমিন ইউনুস। বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মাওলানা কারি মোহাম্মদ আল আমিন ইউনুস বলেন, 'খরা বা দাবদাহের অবস্থা থেকে নিষ্কৃতি পেতে আলস্নাহতায়ালার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে