শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সিংড়ায় কিশোরীকে হত্যার অপরাধে মৃতু্যদন্ড

নাটোর প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
সিংড়ায় কিশোরীকে হত্যার অপরাধে মৃতু্যদন্ড

নাটোরের সিংড়ায় এক কিশোরীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় গলাটিপে হত্যার দায়ে শাহাদত হোসেন (৩০) নামের একজনকে মৃতু্যদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক আব্দুর রহিম এই আদেশ দেন। মৃতু্যদন্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন সিংড়া উপজেলার দেওগাছা উত্তরপাড়া গ্রামের মোসলেম প্রামাণিকের ছেলে। নাটোর নারী ও শিশু ট্রাইবু্যনালের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, গত ২০১৯ সালের ৪ আগস্ট দুপুরে ভিকটিম রেশমি খাতুনকে বাড়িতে একা পেয়ে জড়িয়ে ধরে। রেশমি নিজেকে ছাড়িয়ে নিয়ে এই কথা তার বাবা-মাকে বলে দেবে বলে জানায়। তখন শাহাদাত ভয় পেয়ে রেশমীকে গলাটিপে হত্যা করে বাড়ির ঘরের তীরের সঙ্গে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলিয়ে রাখে। পরে বিষয়টি বাড়ির লোকজন টের পেলে শাহাদত সেখান থেকে পালিয়ে যায়। এ সময় গ্রামবাসী ধাওয়া করে তাকে ধরে পুলিশে সোপর্দ করে। ওই দিন বিকালে রেশমি খাতুনের মা সোনাভান বিবি (৪২) বাদী হয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে। মামলা দায়েরের সাড়ে চার বছর পর আদালতে আসামি শাহাদাতের বিচারক এই মৃতু্যদন্ডাদেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে