শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

'বোরহানউদ্দিনকে জলবায়ু অভিবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা হবে'

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
ভোলার বোরহানউদ্দিনে পরামর্শ সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম -যাযাদি

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়িঘর, জমি এবং জীবিকাহারা মানুষদের কাজের সুযোগ ও ঠাঁই হবে ভোলার বোরহানউদ্দিন পৌরসভায়। শিল্পায়ন-কর্মসংস্থানের সুযোগকে কাজে লাগিয়ে অভিযোজনের মাধ্যমে বোরহানউদ্দিন পৌরসভাকে দেশের চতুর্থ জলবায়ু অভিবাসীবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে।

উন্নয়ন সহযোগী ব্র্যাক ও বোরহানউদ্দিন পৌরসভা আয়োজিত একটি প্রকল্পের পরামর্শ সভায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার ভোলার বোরহানউদ্দিন পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক ইন্টারন্যাশনালের ক্লাইমেট চেঞ্জ ও আরবান ডেভেলপমেন্ট কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ার মুহাম্মদ ফরহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান, ওসি শাহিন ফকির।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার প্রকৌশলী আহমদউল্যাহ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহাফুজুর রহমান, সাংবাদিক মো. মনিরুজ্জামান, মোবাশ্বির হাসান শিপন, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, এনজিও কর্মকর্তা বাবুল আকতার, ব্র্যাক ইন্টারন্যাশনালের প্রজেক্ট ম্যানেজার জুয়েল মাহমুদ, স্থানীয় প্রজেক্ট ম্যানেজার জাহিদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে