শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাটকেলঘাটা গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
পাটকেলঘাটা গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সাতক্ষীরার পাটকেলঘাটায় গণহত্যা দিবসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার পার-কুমিরা বধ্যভূমিতে সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, কৃষক লীগের সাবেক জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, অধ্যাপক আতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ, মাহফুজুর রহমান মধু, শিক্ষক অলিউর রহমান, সরুলিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য প্রমুখ।

উলেস্নখ্য, ১৯৭১ সালের এইদিন পাটকেলঘাটার পারকুমিরা নামক স্থানে ৭৯ জন গ্রামবাসীকে পাকসেনারা ব্রাশ ফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯ জনের লাশ পার-কুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়। বাকি কয়েকজন শহীদদের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে