শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
হাতীবান্ধায় অর্ধকোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় ৫৮ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করেছে ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২। মঙ্গলবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় ধ্বংসকরণের আয়োজন করা হয়।

এর মধ্যে ভারতীয় মদ ১৪৭৯ বোতল, মদ জুস ৪৩৮ প্যাকেট, দেশীয় মদ ৪৬ লিটার, স্কাপ সিরাপ ১০৪৭ বোতল, গাঁজা ৭৫ কেজি, ফেনসিডিল ৪৫৯৭ বোতল ও ইয়াবা, ভারতীয় সিগারেট ও ট্যাপেন্ডাল ট্যাবলেট রয়েছে। যার আনুমানিক মূল্য ৫৭ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ মুসাহিদ মাসুম, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ পিএসসি ও পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র, হাতীবান্ধা উপজেলা ভূমি সহকারী কমিশনার লোকমান হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে