শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উখিয়ায় জেএসআর স্টুডেন্ট গ্রম্নপ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৪, ০০:০০
উখিয়ায় জেএসআর স্টুডেন্ট গ্রম্নপ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার বহুমাত্রিক প্রতিষ্ঠান জেএসআর স্টুডেন্ট গ্রম্নপ ও সবুজ বাংলা কোম্পানি লিমিটেডকে নিয়ে অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রতিষ্ঠানটি। সোমবার উপজেলার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেএসআর গ্রম্নপের সভাপতি জসীম উদ্দীন বলেন, '২০১৪ সালে শিক্ষিত তরুণ বেকার যুবকদের কর্মসংস্থান ও মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি চালু করা হয়। বিগত ১০ বছরের মধ্যে ৫০ জন যুবকের কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন ব্যবসা খাতে প্রায় ৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।'

তিনি বলেন, ''প্রতিষ্ঠানের সফলতা দেখে একটি কুচক্রীমহল পরিকল্পিতভাবে উঠেপড়ে লাগে। এরই মধ্যে গত ১১ এপ্রিল রাশেদ নামের জনৈক ব্যক্তি নিউজ পোর্টাল খুলে সাংবাদিক সেজে 'জেএসআর' চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড পাঠিয়ে বস্ন্যাকমেইল করে মোট অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাহিদামতো টাকা না দেওয়ায় প্রতিষ্ঠানের নামে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশের হুমকি দেয়।''

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএসআর স্টুডেন্ট গ্রম্নপের ভাইস চেয়ারম্যান আবু নাসের, সেক্রেটারি জেনারেল টিটু বড়ুয়া ও ফাইন্যান্স সেক্রেটারি আবু তাহের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে