শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পাবনায় সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৪, ০০:০০
পাবনায় সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাংবাদিক মানিক হোসেনের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপি এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

1

মানববন্ধনে বক্তারা বলেন, 'অসাধু দুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় খোলা কাগজের ভাঙ্গুড়া প্রতিনিধি মানিকহোসেনকে নির্মমভাবে পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তাদেরগ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এ সময় বক্তব্য দেন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে