দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের পাঁচজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজ মণ্ডল (৬০)। তিনি দৌলতপুর হরহরিয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে ও নৌকা মার্কার চেয়ারম্যান ছিলেন। এছাড়া অপর গ্রেপ্তাররা হলেন- খয়েরবাড়ী উত্তরপাড়ার সুবীমল চৌধুরীর ছেলে খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোষ্ট মোহন চৌধুরী (৪৯), রাজারামপুর গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে শিবনগর ইউনিয়নের ৪নং ওয়াড যুবলীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম (৫৫), একই গ্রামের আহাদ আলী চৌধুরীর ছেলে শিবনগর ইউনিয়নের ৪নং ওয়াড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক চৌধুরী জুয়েল ও শ্রীরামপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও এলুয়াড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম (৪৫)। গ্রেপ্তারদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল বলেন, গ্রেপ্তাররা সবাই বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলার সন্দেহভাজন আসামি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।