বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

গাজীপুরে মাদক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
গাজীপুরে মাদক মামলা দেওয়ার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন -যাযাদি

গাজীপুরে তাহমিনা (৪৫) নামের এক গৃহবধূর বিরুদ্ধে মাদক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই গৃহবধূ গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানা ২৭নং ওয়ার্ড লক্ষ্ণীপুরা এলাকার বাসিন্দা। এএসআই জহিরুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলনটি করে ভুক্তভোগীর পরিবার।

সংবাদ সম্মেলনে তাহমিনার মেয়ে রুনা আক্তার (২৫) বলেন, 'গত ২৭ মার্র্চ আমার মাকে বাড়ির সামনে একটি কাপড়ের দোকান থেকে ডেকে নিয়ে যান এএসআই জহিরুল ইসলাম। পরে মা আমাদের ফোন দিয়ে বলেন, ''দারোগা জহিরুল আমাকে আটক করে দুই মহিলা দিয়ে নির্যাতন করছে। সে পাঁচ লাখ টাকা দাবি করছে। টাকা না দিলে আমাকে ছাড়বে না। আমার বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দিবে বলে হুমকি দিচ্ছে।'' মায়ের ফোন পেয়ে আমরা বিভিন্নজন থেকে ধার করে এএসআই জহিরুলকে এক লাখ সাত হাজার টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার দেই। টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে জহিরুল বলেন, ''তোমাদের আম্মাকে সকালে ছেড়ে দেব।'' পরবর্তীতে তিনি আমার মাকে না ছেড়ে মিথ্যা মাদক মামলা দিয়ে আদালতে পাঠান।'

এ বিষয়ে এএসআই জহিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, 'আমি এ ব্যাপারে কোন বক্তব্য দিতে পারবো না। তবে আমি মাদক ব্যবসায়ীকে ধরে চালান দিয়েছি। তাহমিনা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে