শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

পিরোজপুরে কলেজছাত্র রাসেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
  ০১ মে ২০২৪, ০০:০০
পিরোজপুরে কলেজ ছাত্র রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

পিরোজপুরে কলেজছাত্র সৈয়দ রাসেল হত্যা মামলার সব আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সরদার জিয়াউল টিপু, নিহত রাসেলের মা জাহানার বেগম, বোন রুমা বেগম, নিহত রাসেলের আত্মীয় লালা মলিস্নক, লিটু সরদার, এমরান মীরসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন বলেন, কলেজছাত্র সৈয়দ রাসেলকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করে অবিলম্বে বিচার দাবি জানান তারা। উলেস্নখ্য, গত ২৩ এপ্রিল রাসেল উপজেলা চেয়ারম্যান প্রার্থী এসএম বায়জীদ হোসেনের সঙ্গে তার বাড়িতে দেখা করে ফেরার পথে কদমতলা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এলে আগে থেকে ওঁৎপেতে থাকা লোকজন লাঠিসোটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেলকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল ও পরে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাসেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে