শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মৌলভীবাজারে ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
  ০৪ মে ২০২৪, ০০:০০
মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান -যাযদি

মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়কুঞ্জ ভবনে উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার বেলা ৪টায় আদালত প্রাঙ্গণে ভবনটির শুভ উদ্বোধন করেন তিনি।

এ সময় বিচারপতি বলেন, 'প্রত্যেক মানুষের কিছু অধিকার রয়েছে। আদালতে অসংখ্য বাদী-বিবাদী আসেন। আদালতে এসে যদি তারা বসার একটা জায়গা পান, তবে সাময়িক একটু প্রশান্তি অনুভব করবেন। এরই আলোকে প্রাধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলায় 'ন্যায়কুঞ্জ' স্থাপন করেছেন।'

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার মোশাররফ ইউসুফের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক ডক্টর ঊর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমান, জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ প্রমুখ। পরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরিক সংবর্ধনায় সংবর্ধিত অতিথি ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে