মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মুখ্য সচিব

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৬ মে ২০২৪, ০০:০০
রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনে মুখ্য সচিব
দিনাজপুরের পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া -যাযাদি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। শনিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া দিনাজপুর জেলার পার্বতীপুরে রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দিনাজপুর জেলার পার্বতীপুরে অবস্থিত রেলইঞ্জিন মেরামতের অন্যতম প্রতিষ্ঠান রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ রেলের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি/আরএস) পার্থ সরকার, মো. আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি (অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত), রংপুর রেঞ্জ, রেলের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার, রেলওয়ে পাকশীর বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান সরকার, জেলা প্রশাসক, দিনাজপুর, শাকিল আহমেদ, পুলিশ সুপার দিনাজপুর শাহ ইফতেখার, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মো. ফরহাদ হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন, পৌর মেয়র আমজাদ হোসেন ও প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামসহ অনেকে ছিলেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে